ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত
নয়া ঠাহর প্রতিবেদন : ধর্ষণের অভিযোগ ওঠার পর শেষমেশ বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার গ্রেফতারের পর আদালতে নেওয়া হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় স্বামী চিন্ময়ানন্দকে।
চিন্ময়ানন্দের বিরুদ্ধে অভিযোগ উঠিয়েছেন এক কলেজ পড়ুয়া তরুণী। তাঁর অভিযোগ, চিন্ময়ানন্দ তাঁর স্নানের দৃশ্য ভিডিও করে, হুমকি দিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। তরুণী তাঁর সঙ্গে ঘটা ঘটনার কথা ফেসবুকে ভিডিও করেও জানান। তারপরই আচমকাই উধাও হয়ে যান তিনি। পরে তাঁর খোঁজ পাওয়া গিয়েছিল রাজস্থানে।
বুধবার প্রয়াগরাজে সাংবাদিক বৈঠক করে তরুণী অভিযোগ করেন, চিন্ময়ানন্দকে গ্রেফতার করতে গড়িমসি করছে পুলিশ। তিনি এমনও বলেন, সরকার যদি তাঁর মৃত্যু চায় , তাহলে কেরোসিন ঢেলে তিনি জীবন্ত পুড়ে মরবেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল ( সিট) তৈরি করাও হয় । তদন্তকারী দল তরুণীর হস্টেল ঘুরে দেখেন । চিন্ময়ানন্দকে সাতঘন্টা ধরে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা। চিন্ময়ানন্দের আইনজীবী শুক্রবার জানান, চিন্ময়ানন্দকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়নি । তাঁকে 'ক্ষমতার অপব্যবহার করে যৌনসঙ্গম '-এর অভিযোগে গ্রেফতার করা হয়েছে । এই অভিযোগ প্রমাণ হলে চিন্ময়ানন্দের সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ও আর্থিক জরিমানা হতে পারে।
কোন মন্তব্য নেই