Header Ads

তৃণমূলের বিবৃতিতে ভুল আছে জানালেন রাজ্যপাল

বিশ্বদেব চট্টোপাধ্যায় : রাজভবন থেকে বিবৃতি দিয়ে এদিন রাজ্যপাল জানান, ভুল তথ্য সম্বলিত বিবৃতি দিয়েছেন তৃনমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে রাজ্য পুলিশের ডিজি মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল নিজে। একাধিকবার ফোনেও কথা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় রাজ্যপাল সশরীরে যাদবপুরে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। 
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারকে না জানিয়ে বিজেপি নেতা বাবুল সুপ্রিয় কে উদ্ধার করতে গিয়েছিলেন রাজ্যপাল। যাদবপুর যাওয়ার পথে রাস্তায় মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন তিনি সংবিধান প্রধান হিসেবে সেই মুহূর্তে তাকে সেখানে না যাওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুটা সময় দিন প্রশাসন সামলে নেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.