অর্থনৈতিক মন্দা কাটাতে কর্পোরেট করে বিপুল ছাড় কেন্দ্রের
![]() |
ছবি- সৌজন্য ইন্টারনেট। |
কিন্তু কর ছাড়ের জেরে সরকারের কোষাগারে যে রাজস্ব ঘাটতি হবে, তা কী করে পূরণ হবে তা নিয়ে চিন্তিত অর্থনৈতিক পর্যবেক্ষক মহল। তবে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, কর ছাড় দেওয়ার ফলে সরকারের রাজকোষে যে ঘাটতি হবে সে সম্পর্কে সরকার ওয়াকিবহাল।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুক্রবার জানান, নতুন কার্যকরী করের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশ কর দিতে হবে । নতুন করকাঠামো চালু হবে বিগত ১ এপ্রিল থেকে। অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, এর ফলে সরকারের ১.৪৫ লক্ষ কোটি টাকা কর কম আদায় হবে।
আর্থিক মন্দা কাটিয়ে উঠতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। অর্থনৈতিক মহলের আশা কর্পোরেট কর ছাড়ের জেরে চাঙ্গা হবে শিল্প ক্ষেত্র।
কোন মন্তব্য নেই