Header Ads

স্বচ্ছ ভারত রাজ্যের শ্রেষ্ঠ সংগঠনের খেতাব নেটিভ প্রাইডের

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : স্বচ্ছ ভারত সামার ইন্টার্নশিপ নামক ভারত সরকারের অধীনে গত জুন মাসের ১০ তারিখ থেকে শুরু হয়ে গত ৩১ জুলাই পর্যন্ত চলা ৫০দিন ব্যাপী স্বচ্ছতা অভিযানে দেশের বিভিন্ন সংগঠনের সাথে নেহেরু যুব কেন্দ্র হাইলাকান্দির হয়ে শ্রেষ্ঠ সংগঠনের খেতাব পেল নেটিভ প্রাইড ক্লাব। এই অভিযানের অধীনে সচেতনতা সভা, শোভাযাত্রা, ওয়াল পেইন্টিং, প্লাস্টিক ফ্রি কেম্পেইন, পথ নাটক ইত্যাদি নানা রকমের আয়োজনে তারা প্রাথমিক স্তরে জিলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।  রাজ্য স্তরের প্রতিযোগিতায়ও হাইলাকান্দির নেহেরু যুব কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে। এবার রাষ্ট্রীয় স্তরের প্রতিযোগিতার জন্য নেটিভ সংগঠনের রিপোর্ট পাঠানো হবে দিল্লীতে। অতি স্বল্প সময়ে, এতো সুনাম ও সাফল্য অর্জন তথা রাষ্ট্রীয় স্তরে স্থান প্রাপ্তির খবর পেয়ে, হাইলাকান্দি জিলার বিজেপি সভাপতি সুব্রত নাথ ও হাইলাকান্দির প্রাক্তন জেলাশাসক আদিল খান টেলিফোন মারফৎ নেটিভ প্রাইড সংগঠনকে হার্দিক অভিনন্দন জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.