Header Ads

চিদম্বরমকে বাড়ির নয়, জেলের খাবারই খেতে হবে, নির্দেশ দিল্লি হাইকোর্টের

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : জেলবন্দি প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে বাড়ির নয় জেলের খাবারই খেতে হবে বলে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, চিদম্বরমকে বাড়ির খাবার খেতে দেওয়া হোক, কারণ তাঁর বয়স ৭৪। তখন সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আইএনএলডি নেতা ওমপ্রকাশ চৌতালাও বয়স্ক, তিনিও জেলে অন্য বন্দিরা যা খান তাই খেয়ে থাকেন। সব শুনে বিচারপতি বলেন, তিহাড় জেলে অন্য বন্দিরা যা খান তাই খেতে হবে প্রাক্তন অর্থমন্ত্রীকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.