জেলবন্দি চিদম্বরমের সঙ্গে দেখা করলেন মনমোহন, সোনিয়া
![]() |
ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম । সোমবার ছিল তাঁর ৭৪ তম জন্মদিন। ঠিক চিদম্বরমের জন্মদিনেই জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিংহ ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দল হিসাবে কংগ্রেস যে চিদম্বরমের পাশে রয়েছে তা বুঝিয়ে দিলেন মনমোহন, সোনিয়া।
স্বভাবতই এই ঘটনায় উজ্জীবিত চিদম্বরম টুইটও করিয়েছেন তাঁর পরিবারকে দিয়ে। টুইটে তিনি বলেছেন, সোনিয়া গান্ধী ও মনমোহন সিংহ দেখা করতে আসায় তিনি সন্মানিত বোধ করছেন। যতদিন কংগ্রেস দল সাহসী ও শক্তিশালী থাকবে, ততদিন তিনিও সাহসী ও শক্তিশালী থাকবেন।
সোনিয়া, মনমোহনের সঙ্গে এদিন তিহাড় জেলে যান চিদম্বরমের ছেলে কার্তিও। তিনি পরে বলেন , সোনিয়া গান্ধী তাঁর বাবার পাশে দাঁড়িয়েছেন। মনমোহন সিংহ ও তাঁর বাবা অনেকক্ষণ দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছেন।
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও আহমেদ প্যাটেল গত সপ্তাহেই জেলবন্দি চিদম্বরমের সঙ্গে দেখা করেছিলেন । চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, অর্থমন্ত্রী থাকাকালীন তিনি আইএনএক্স মিডিয়াকে বিশাল পরিমাণের বিদেশি অর্থ পাইয়ে দিয়েছিলেন ।
কোন মন্তব্য নেই