পাঞ্জাবের তরণতারণ থেকে চার খালিস্তানি জঙ্গি গ্রেফতার
![]() |
ছবি-সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : পাঞ্জাবে নাশকতা চালানোর উদ্দেশ্যে খালিস্তানি জঙ্গিরা সক্রিয় হওয়ার চেষ্টা করার এক ঘটনা সামনে এল। রবিবার পাঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজ্যের তরণতারণ জেলার চোলা সাহেব এলাকা থেকে চার জঙ্গিকে ধরল। এদের হেফাজত থেকে ৫টি একে-৪৭ রাইফেল, পিস্তল, ৫টি স্যাটেলাইট ফোন , হাত গোলা ও ১০ লক্ষ নকল টাকা উদ্ধার হয়েছে। ধৃতেরা খালিস্তান জিন্দাবাদ ফোর্সের সদস্য বলে জানিয়েছেন, পাঞ্জাব পুলিশের ডিজিপি দিনকর গুপ্ত।
পাকিস্তানে আইএসআই ও অন্যান্য জঙ্গি সংগঠনের মদতে সক্রিয় রয়েছে দল খালসা ইন্টারন্যাশনাল (ডিকেআই)। ভারত থেকে পাঞ্জাবকে আলাদা করে পৃথক খালিস্তান গঠনের লক্ষ্যে খালিস্তান টেরর ফোর্সের ( কেটিএফ) সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ডিকেআই।
পাকিস্তানের সেনার নজরদারি ড্রোনে চাপিয়ে আধুনিক আগ্নেয়াস্ত্র ও নকল টাকা ঢুকছিল ভারতে। গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে জঙ্গিদের এই ছক ভেস্তে দিয়েছে পাঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত খালিস্তানি জঙ্গিরা হল বলবন্ত সিংহ ওরফে নিহাং , আকাশদীপ সিংহ ওরফে আকাশ রনধাওয়া, হরভজন সিংহ ও বলবীর সিংহ।
কোন মন্তব্য নেই