Header Ads

আসাম পাব্লিক সার্ভিস ও ইউনিয়ন পাব্লিক সার্ভিসের ওয়ার্কশপে নজির গড়লেন বি.ভি.সি. এল কোম্পানি

নয়া ঠাহর, শিলচর : গতকাল শিলচর ডি.এস. এ সংলগ্ন ময়দানে আসাম পাব্লিক সার্ভিস ও ইউনিয়ন পাব্লিক সার্ভিসের স্বার্থে আয়োজিত একদিনের ওয়ার্কশপে নজির গড়লেন বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেড কোম্পানি (বি.ভি.সি. এল)। এছাড়াও, উক্ত অনুষ্ঠানে পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের স্নাতকোত্তর পড়ুয়ারাও অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদুরী (আই.এ.এস), মরিয়া তানম (এ.সি.এস) সহ বিভিন্ন আই.পি.এস, আই.এ.এস, এ.সি.এস, এ.পি.এস পদাধিকারীগণ। 
বিশেষকরে, বরাক উপত্যকার একমাত্র বেসরকারি শিল্প বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেড  কতৃপক্ষের এধরনের আয়োজনে এগিয়ে আসার পাশাপাশি তাদের উদ্যোগে মোট ৮০০ জন পড়ুয়া সহ অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকদের হাতে ২৫০ গ্রামের চা - পাতার পেকেট তুলে দিয়ে এক বিশেষ নজির গড়লেন তারা। কেননা, সম্প্রতি বি.ভি.সি. এলের নবউদ্যোগেই বাজারজাত হলো, সি.টি.সি চা -পাতা। তাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আন্তরিক ভাবে সাধুবাদ তথা গ্রামীণ অঞ্চলে এহেন শিল্প উদ্যোগকে আরো অগ্রগামী করে তুলতে আশা প্রকাশ করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই। সবমিলিয়ে এধরনের ওয়ার্কশপে আগামী নবপ্রজন্মের আগন্তুকদের নিষ্ঠাবান হয়ে দেশের স্বার্থে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.