Header Ads

শারদীয় দুর্গা পূজার আগে আলফার নিশানা গুয়াহাটি !কামাখ্যা স্টেশন থেকে আলফা ক্যাডার গ্রেফতার



নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।শারদীয় দুর্গা পূজার আগে আলফার নিশানা হতে পারে গুয়াহাটি ।কারণ রাজ্যে সক্রিয় আলফা ক্যাডাররা। পুলিশের অনুমান পূজার আগে অনেক আলফা ক্যাডারের গুয়াহাটিতে আগমন ঘটেছে এবং তারা  হামলার  ব্লুপ্রিন্ট রচনা করছে ।গত বছরের মতো এবারও হতে পারে দূর্গা পূজার আগে আলফার হামলা। বুধবার ভোর বেলা কামাখ্যা স্টেশন থেকে জালুকবাড়ি পুলিশ দিগন্ত চেতিয়া নামের এক আলফা(স্বা) ক্যাডারকে গ্রেফতার করে। অনেকদিন থেকে পুলিশ দিগন্তের উপর নজর রেখে চলছিল।এক  গুপ্ত  সূত্র  থেকে পাওয়া খবর অনুসারে পুলিশ কামাখ্যা স্টেশনেরএক  বিশেষ অভিযান চালিয়ে দিগন্তকে গ্রেফতার করে। সেই সময় দিগন্ত ধেমাজি থেকে গুয়াহাটি অভিমুখে রেল যোগে আসছিল ।এবং কামাখ্যা স্টেশনের ট্রেন থেকে নামতেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান পূজার আগে আরও অনেক আলফা(স্বা) ক্যাডার গুয়াহাটিতে প্রবেশ করেছে।এবং এবং তারা গত বছরের মতো এবছরও হামলা চালাতে পারে । আলফার আতংবাদী হামলা ঠেকাতে পুলিশ সুরক্ষার উপর বিশেষ নজর  দিয়েছে ,এবং সমস্ত সুরক্ষা এজেন্সিগুলোকে চৌকস থাকতে বলা হয়েছে। ওদিকে দিগন্ত চেতিয়াকে জেরা চালানোর সময় সে স্বীকার করেছে যে পুজোর আগে হামলা করা করার উদ্দেশ্যেই গুয়াহাটিতে আলফা ক্যাডারের আগমন ঘটেছে  এবং দিগন্তর কাছ থেকে পুলিশ দুটো মোবাইল উদ্ধার করে। উল্লেখ্য যে কামাখ্যা স্টেশনও সুরক্ষিত নয় ।দুদিন আগে রবিবার পুলিশ কামাখ্যা স্টেশন থেকে চারজন সন্দেহজনক যুবককে গ্রেফতার করে। এই চার যুবক কামাখ্যা স্টেশনে সন্দেহজনকভাবে  ঘোরাফেরা করছিল ।ওদিকে কামাখ্যা রেলস্টেশন দিয়ে হাজারো যাত্রী ও ট্রেন যাতায়াত করে।  কামাখ্যা স্টেশন পরিসরে চার যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জালুকবারী পুলিশের সন্দেহ হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পর চার যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ মোবাইল ফোন উদ্ধার করেছে। এই চার যুবক বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। গ্রেফতার করা চার যুবক হলো হাফিজ আলী(১৮ ),সাদ্দম হুসেইন(২০),জ্বালাউদ্দিন(26) ও রাজু বাসফরকে (১৯)।এদের সবাইকে কে জেলে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.