Header Ads

"মুছে যাওয়া দিনগুলি পিছু ডাকে।"এই থিম নিয়ে মালিগায়ের কামাখ্যা নগরের রজত জয়ন্তী বর্ষের প্রস্তুতি তুঙ্গে



দেবযানী পাটিকার । দুর্গাপূজা হল শক্তি অধিষ্ঠাত্রী দুর্গা দেবীর উপাসনার উৎসব । দুর্গাপূজা শুধু বাঙালীর উৎসব নয় ,সমস্ত ধর্ম-বর্ণ-জাতির লোকেরাই এই উৎসবে মেতে ওঠেন। দূর্গা পূজার আর বেশিদিন নেই হাতে গোনা কয়েকটা দিন রয়েছে ।নগরের সমস্ত পূজা মন্ডপে চলছে যুদ্ধকালীন গতিতে পুজোর প্রস্তুতি। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। নগরেের পান্ডু মালিগাাঁও এলাকার কামাখ্যা নগরের দুর্গাপূজার এবার রজত জয়ন্তী বর্ষ।  অর্থাৎ সবাই মিলে পায়ে পায়ে পচিশ । কামাখ্যানগর দুর্গাপূজা এই এলাকার একটি বিশেষ পুজা। এই উপলক্ষে এ বছর পুজোর প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করা হয়েছে ।এখানে সুভাষ পালকে সভাপতি বানিয়ে পূজা কমিটি গঠন করা হয়েছে। পারম্পরিক ধার্মিক পবিত্রতা এবং উল্লাসের সাথে কামাখ্যানগর পুজো কমিটি মন্ডপের আলোকসজ্জার ওপর বিশেষ জোর দিয়েছে। এছাড়াও মণ্ডপের সাজসজ্জা যাতে সকলের র দৃষ্টি আকর্ষণ করতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাকে দর্শন করতে আসা প্রত্যেকটি দর্শনার্থীর মনের মধ্যে যেন এর একটা স্থায়ী ছাপ থেকে যায়। পুজো কমিটির যুগ্ম সম্পাদক জানিয়েছেন যে বর্তমান যুগ হচ্ছ টেকনোলজির এই যুগে  অতীতের স্মৃতি গুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য এবছর মণ্ডপের" থিম মুছে যাওয়া দিনগুলি পিছু ডাকে "এ বিষয়টি নিয়ে অতীতকে পুনর্জীবিত করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও পূজার সময় স্বচ্ছতা ও পর্যায় বরণ প্রদূষনের ওপর বিশেষ লক্ষ্য রাখা হবে। সেইজন্য পূজামণ্ডপ কে যথাসম্ভব ইকোফ্রেন্ডলি করার চেষ্টা করা হয়েছে। পুজো মণ্ডপ সাজানোর দায়িত্বে রয়েছে রাজদীপ ডেকোরেটর। চন্দননগরের আলোকসজ্জা এবং উত্তরবঙ্গের ঢাকিরা এবার পূজা মন্ডপে ঢাক  বাজাবেন। পূজা কমিটির সভাপতি সুভাষ পাল জানিয়েছেন যে দর্শনার্থীর ভিড় এর দিকে লক্ষ রেখে এবছর কামাখ্যা নগরীরের পুজোতে মার আবরণ তৃতীয় দিনে উন্মোচন করা হবে অর্থাৎ ৩ অক্টোবর বৃহস্পতিবার । প্রত্যেক বছরের মতো এবারও তৃতীয় থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হবে চলবে দশমী পর্যন্ত ।এছাড়া অনাথালয়ের ছেলে-মেয়েদের ও বৃদ্ধাশ্রমের নিবাসীর মধ্যেও কাপড বিতরণ করা হবে ।অসুস্থ লোকের মধ্যেও ফল বিতরণ করা হবে ।পুজোর সময়ে একটি স্মরণীকা " অভিজ্ঞানের"  উন্মোচন করা হবে। পুজোর সময় সুরক্ষা ব্যবস্থা বিশেষ নজর দেওয়া হয়েছে ।সিসিটিভি ক্যামেরা ছাড়াও। অগ্নিনির্বাপনের জন্য।বিশেষ  নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় ।অর্থাৎ দুর্গাপূজার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে কামাখ্যানগর দুর্গা সমিতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.