Header Ads

ঝড়ের তান্ডব !দেড়শর বেশী সারসের অকাল মৃত্যু, আহত অনেক


নয়া ঠাহর প্রতিবেদন।প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে দেড়শোর অধিক সারস পাখির অকাল মৃত্যু ঘটে মাজুলিতে।প্রবল ঝড়ের ফলে অনেক পাখি আহত হয়েছে । উল্লেখ্য যে মাজুলির বরগাঁও এলাকায়  বালিকা বিদ্যালয়ের সামনে থাকা গাছে বাসা বেঁধেছিল অনেকগুলি সারস। পাখিগুলির অকাল মৃত্যুতে শোকগ্রস্ত এলাকার লোকেরা। উল্লেখ্য যে সেপ্টেম্বর-অক্টোবর মাসে গাছের ডালে বাসা বাঁধে সারস পাখিরা।এদিনের ঝড়ে অনেক গাছ ভেঙে পরে।ফলে অনেক পাখির বাসাও নষ্ট হয়ে গেছে ।এই পাখীগুলি প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দেয় ।কিন্তু বিগত কয়েক বছর ধরে চলে আসা অবাধ বনাঞ্চল ধ্বংসের ফলে-মাজুলীতে উঁচু গাছের সংখ্যা ক্রমাগত কমে আসছে যার ফলে একটা গাছে হাজার হাজার পাখির বাসা করতে লাগছে। ঝড়ের ফলে পাখির মৃত্যুতে  স্বাভাবিকভাবেই  স্থানীয় লোকেরা শোকগ্রস্ত।অনেকে আবার আহত পাখিদের চিকিৎসা করেছেন ,পাখিগুলোকে বাঁচানোর চেষ্টা করেছে। স্থানীয় লোকেরা গাছের সংখ্যা বাড়িয়ে পাখির বাসস্থান বৃদ্ধি করার সৃষ্টিতে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

No comments

Powered by Blogger.