পাকিস্তানে সিন্ধু প্রদেশে হিন্দুদের উপর হামলা, ভাঙচুর চালানো হল মন্দিরে
নয়া ঠাহর প্রতিবেদন : পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধ পাবলিক স্কুলের অধ্যক্ষ নোটন মালের বিরুদ্ধে নবিকে জড়িয়ে কুৎসা রটানোর অভিযোগ জানিয়েছিলেন রবিবার স্কুলের এক অভিভাবক আবদুল আজিজ রাজপুত।
এই খবর ছড়িয়ে পড়ার পরই ঘোটকি এলাকায় উত্তেজনা দেখা দেয় । একদল দাঙ্গাকারী সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা চালায় । মারধর করা সহ হিন্দুদের সম্পত্তি ভাঙচুর করে ও পাথর ছোঁড়ে। একটি মন্দিরে ব্যাপক ভাঙচুর চালায় দাঙ্গাকারীরা।
অতিরিক্ত পুলিশ ইন্সপেক্টর জেনারেল জামিল আহমেদ জানিয়েছেন, নিরাপত্তার কারণে নোটন মালেক হেফাজতে নেওয়া হয়েছে । ঘটনার যথাযথ তদন্ত হবে ।
বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা রয়েছে । সোমবারও ঘোটকির লেডিজ মার্কেট , শাহী বাজার সহ আশপাশের এলাকায় হিন্দুদের দোকানপাট বন্ধ ছিল । পাকিস্তানি দৈনিক ডন সূত্রের খবর দাঙ্গাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
এদিকে, ইমরান খানের দল তেহরিক - ই- ইনসাফের বিধায়ক তথা পাকিস্তান হিন্দু কাউন্সিলের প্রধান রমেশ কুমার বাঁকওয়ালি পাকিস্তানের দৈনিক ডনকে জানিয়েছেন, হায়দরাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নঈম শেখের ওপর অভিযোগের তদন্তের ভার দেওয়া হয়েছে । তাঁর দাবি, দাঙ্গাকারীরা ধাম মন্দির ভাঙচুর করা ছাড়াও হিন্দুদের একটি স্কুল ও বেশকিছু বাড়িঘরে লুটপাট চালিয়েছে।
কোন মন্তব্য নেই