হিন্দি রাষ্ট্রভাষা করার প্রস্তাবের বিরুদ্ধে এবার সরব কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা
নয়া ঠাহর প্রতিবেদন : হিন্দিকে রাষ্ট্রভাষা করার যে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছেন, তার বিরোধীতায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর ডিএমকে নেতা এমকে স্ট্যালিন মুখ খুলেছিলেন । এবারে হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রস্তাবের বিরুদ্ধে মুখ খুললেন খোদ কর্ণাটকের বিজেপি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও অভিনেতা কমল হাসান।
ইয়েদুরাপ্পা টুইট করে বলেন , আমাদের দেশের সব সরকারি ভাষাই সমান। কর্ণাটক বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, কারণ কর্ণাটকের মূল ভাষা কন্নড়। রাজ্যের সংস্কৃতি ও কন্নড় ভাষাকে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এর গুরুত্বের সঙ্গে আপোস করা চলবে না।
অভিনেতা কমল হাসান চাঁছাছোলা ভাষায় টুইট করে বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারত প্রজাতন্ত্র হওয়ার সময়েই আমরা শপথ নিয়েছিলাম। এখন কোনও শাহ , সুলতান বা সম্রাট সেই শপথ ভাঙতে পারবেন না ।
অমিত শাহের প্রস্তাবের পরই দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক । দক্ষিণী লবির বরাবরই হিন্দি ভাষার ব্যবহার না পসন্দ । এই বিরোধীতায় সামিল হয়েছে বাম , কংগ্রেসও।
কোন মন্তব্য নেই