ওএনজিসি-র নভি মুম্বই প্ল্যান্টে ভয়াবহ আগুনে মৃত ৪, আহত বহু
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ওএনজিসি-র নভি মুম্বই প্ল্যান্টে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে আগুন লাগে। এবং মুহূৰ্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে প্ৰায় গোটা প্ল্যান্টে। মৃতদের মধ্যে ৩ জন দমকলের সিআইএসএফ কৰ্মী। তেল ও গ্যাস পাইপে আগুন লাগায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্ৰকল্পের বহুদূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।প্ল্যান্টের চারপাশে সম্পূৰ্ণ এক কিলোমিটার এলাকা ঘিরে রাখা হয়।
মঙ্গলবার সকালে আগুন লাগে। এবং মুহূৰ্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে প্ৰায় গোটা প্ল্যান্টে। মৃতদের মধ্যে ৩ জন দমকলের সিআইএসএফ কৰ্মী। তেল ও গ্যাস পাইপে আগুন লাগায় বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্ৰকল্পের বহুদূর থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।প্ল্যান্টের চারপাশে সম্পূৰ্ণ এক কিলোমিটার এলাকা ঘিরে রাখা হয়।
ছবি, সৌঃ এএনআই
একজন ওএনজিসি-র। আগুনে আহত হয়েছেন আরও অনেকেই। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভৰ্তি করা হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের প্ৰায় ২২টি ইঞ্জিন। প্ৰায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্ৰণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পস্ট নয়। প্ৰত্যদৰ্শীদের কাছ থেকে জানা গেছে তেল ও গ্যাস পাইপ লাইনে আগুন লাগে। মুহূৰ্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানের ব্যবহাৰ্য পদাৰ্থের যাতে কোনও রকম ক্ষতি না হয় তাই সেগুলি ৩৩০ কিলোমিটার দূরে গুজরাটের হাজিরায় অন্য একটি প্ল্যান্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।









কোন মন্তব্য নেই