Header Ads

উৎসাহ উদ্দীপনার মাঝে গণেশ চতুর্থী উৎসব সম্পন্ন



নয়া ঠাহর প্রতিবেদন। সমগ্র দেশের সাথে  অসমের বিভিন্ন স্থানে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। ব্যতিক্রম নয় গুয়াহাটিওL  বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনার সাথে গণেশ চতুর্থী উৎসব পালন করা হয় ।নগরের বিভিন্ন স্থানের গণেশ মন্দিরে দেখা।যায় লোকের ভীড়।গণেশ গুড়ির গণেশ মন্দিরে  সকাল থেকেই ছিল ভক্তের ভীড়।ওদিকে লংকেশ্বরের গণেশ মন্দিরের লোকের ভীড় পরিলক্ষিত হয়।এ ছাড়াও পাণ্ডু,মালিগাও , জালুকবাডি,উৎসাহের সাথে ।বিভিন্ন  কার্যক্রমের মাধ্যমে  পালন করা হয়েছে গণেশ চতুর্থী উৎসব। পান্ডুর বড়বাজারের গণেশ মন্দির সকাল থেকেই দেখা গেছে লোকদের লম্বা লাইন। লোকেরা ধুপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে পূজা-অর্চনা করছেন ।লতাশীলের গণেশ মন্দিরেও সকাল থেকেই গণেশের পুজোর  জন্য লোকের ভীড় ছিল দেখার মতো।প্রাতি বছড়ে এই মন্দিরে প্রাচুর ভক্তের আগমন ঘটে।এবারো এর ব্যতিক্রম হয়নি।


ওদিকে নতুন প্রজন্মকে আকৃষ্ট করার জন্য পান্ডুতে জনপ্রিয় মোবাইল গেম "পাবজি" আদলে তৈরি করা হয়েছে গণেশের মূর্তি। নতুন প্রজন্মকে আকৃষ্ট করার জন্য এই ধরনের পূজার আয়োজন করা হয়েছে। এ পূজা দেখার জন্য দূর-দূরান্ত থেকে লোকের ভিড় জমিয়েছেনম।L





নগরের পাণ্ডুর ব্রহ্মপুত্র নদীর কিনারে অবস্থিত পান্ডুনাথ দেবালয় রয়েছে গণেশের প্রাচীন পাঁচটি মূর্তি ।প্রত্যেক বছর এই মন্দির  গণেশ চতুর্থীর দিনে ধুমধাম করে উদযাপন করা হয় গণেশ উৎসব। মান্যতা যে  মন্দিরের এই গণেশ মূর্তি গুলি পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময়ে স্থাপন করেছিল। সকালবেলায় প্রদীপ প্রজ্জ্বলন আরতি করে মন্দিরের পূজা আরম্ভ করা হয়।পাণ্ডুনাথের গণেশ মন্দির পূজা দেখতে আশেপাশে এলাকা থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমান

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.