Header Ads

ভারতের হাতে এলো আরও ৮টি অ্যাপাচে হেলিকপ্টার

ছবি-সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : ভারতীয় বায়ু সেনার হাতে এলো আরও ৮টি অত্যাধুনিক অ্যাপাচে এএইচ-৬৪ ই হেলিকপ্টার। মঙ্গলবার পাঠানকোট বিমানঘাঁটিতে অন্তর্ভুক্ত করা হল ৮টি অ্যাপাচেকে।
বায়ু সেনা প্রধান বি এস ধানোয়া হেলিকপ্টার অন্তর্ভুক্তির পর বলেন, অ্যাপাচে হেলিকপ্টার বিশ্বের ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক হেলিকপ্টারগুলোর অন্যতম। একসঙ্গে অনেক মিশনে এগুলো ব্যবহার করা যাবে। হেলিকপ্টারগুলোর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ভারতীয় বায়ু সেনার শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিল।
২০১৫ সালে বোয়িং কোম্পানিকে কয়েক হাজার কোটি দামের ২২টি অ্যাপাচে হেলিকপ্টারের বরাত দিয়েছিল ভারত। ২০২০ সালের মধ্যে বাকি হেলিকপ্টারগুলোর সরবরাহ করবে বোয়িং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.