Header Ads

পশ্চিম গ্রেটার নয়ডা বেঙ্গলী অ্যাসোসিয়েশনের দূর্গামন্ডপ উদ্ভোধন করবেন কৃষক নেতা টিকাইত

সুধৃতি দত্ত, গ্রেটার নয়ডা : আসন্ন দুর্গাপুজোয় 'গ্রেটার নয়ডা (পশ্চিম) বেঙ্গলী অ্যাসোসিয়েশনের দূর্গমন্ডপ উদ্ভোধন করতে আসছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইত। আগামী অক্টোবর ৪ তারিখ অর্থাৎ বিল্বষষ্ঠীর দিন গ্রেটার নয়ডার দাউজি কম্পাউন্ডে রাত ৮ টায় এবারের পুজোর প্রধান অতিথি পৌঁছবেন বলে গ্রেটার নয়ডা (পশ্চিম) বেঙ্গলী অ্যাসোসিয়েশনের সভাপতি বিদ্যাজিৎ মুখার্জির পক্ষ থেকে জানানো হয়।
গ্রেটার নয়ডা ওয়েস্ট বা নয়ডা এক্সটেনশনের গোড়াপত্তনের সময় কৃষক জমি অধিগ্রহণের স্পর্ষকাতর বিষয়টি নিয়ে বিতর্ক দেশবাসীর নজর কাড়ে। অ্যাসোসিয়েশনের এবারের পুজোয় এক সর্বভারতীয় বিশিষ্ট কৃষক নেতাকে সম্মান জানানোর মাধ্যমে এখানে বসবাসকারী বাঙ্গালী লোকজনেরা এক সমন্বয়ের বার্তা দিতে চাইছেন বলে ওয়াকিবহাল মহলের ধারণা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.