ডিমৌর ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ১১জনের ভিতর ৭ জনকে সনাক্ত করেছে শিবসাগর পুলিশ
নয়া ঠাহর প্রতিবেদনঃ শিবসাগরের ডিমৌতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হয় ১১ জন যাত্রী। বাস ও ট্র্যাভেলারের সংঘর্ষে হয় এই ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১১ জনের লোকের, এর মধ্যে ৭ জনকে সনাক্ত করা গেছে। এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুব ছাত্রনেতা । তার নাম হিরণ্য জ্যোতি শইকিয়া। তিনি ধেমাজি আঞ্চলিক ছাত্র সংস্থার উপদেষ্টা ছিলেন। সনাক্ত করা মৃত দেহের মধ্যে রয়েছে ট্র্যাভেলার এর ড্রাইভার পূর্ণকান্ত শর্মা,ভিকি কলিতা,নরেন ভরালী ,সৌরভ শর্মা,বিনয় বৈশ্য, হিরণ্য চেতিয়া, সুব্রতা বরা,। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি যাত্রী ।
আহতদের প্রথমে ডিমৌর প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য অসামরিক চিকিৎসায় নিয়ে আওয় হয়েছে । যে কয়টি মৃতদেহকে সনাক্ত করা যায়নি পুলিশ তাদের সনাক্তকরনের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
আহতদের প্রথমে ডিমৌর প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্য অসামরিক চিকিৎসায় নিয়ে আওয় হয়েছে । যে কয়টি মৃতদেহকে সনাক্ত করা যায়নি পুলিশ তাদের সনাক্তকরনের জন্য চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই