Header Ads

অনাময় প্রকল্পের হোর্ডিং নিয়ে বিতর্ক স্পষ্টীকরন কর্তৃপক্ষের

 বিপ্লব দেব, হাফলংঃ স্বচ্ছ ভারত মিশনের অধীনে অনাময় প্রকল্পের একটি হোর্ডিং নিয়ে ডিমা হাসাও জেলায় সাধারণ নাগরিকদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।
গুয়াহাটীর বিভাগীয় ঠিকাদার দুদিন আগে পাহাড়ি জেলার পরিষদীয় সমষ্টি গুঞ্জুং  হাজাডিসা, হামরি সহ বিভিন্ন জায়গায় হোর্ডিং লাগিয়ে ছিল।
উক্ত সেই সব হোর্ডিংয়ে পরিষদীয় সমষ্টির জায়গায় গ্রাম পঞ্চায়েত বলে উল্লেখ করা হয়। এতেই সমগ্র জেলায় বিতর্কের সৃষ্টি হয়।
 
ডিমা হাসাও জেলা ভারতীয় সংবিধানের ষষ্ঠ অনুসূচির অন্তৰ্গত একটি জেলা যেখানে গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা নেই। এখানে রয়েছে স্বশাসিত পরিষদ।
এই ক্ষেত্ৰে গ্রাম পঞ্চায়েত বিষয়টি নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। এনিয়ে এবার পার্বত্য পরিষদের জন প্ৰতিনিধিদের জবাবদিহি করতে হচ্ছে। হোর্ডিং বিতর্ক ইস্যু নিয়ে স্বচ্ছ ভারত মিশনের জেলা ন’ডেল অফিসার পিন্টু লাংথাসাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ‘’গুৱাহাটীর একটি ঠিকাদারী সংস্থা রাজ্যের ৩১ টি জেলার সঙ্গে ডিমা হাসাও জেলায় অনাময় প্রকল্পের হোৰ্ডিং স্থাপন করে। যেখানে রাজ্যের অনান্য জায়গার মত ষষ্ঠ অনুসূচির অন্তর্গত ডিমা হাসাও জেলাতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ না করে গ্রাম পঞ্চায়েত উল্লেখ থাকা হোৰ্ডিং লাগিয়ে দেয়। আর একেই কেন্দ্ৰ করে জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লাংথাসা জানিয়েছেন ‘’সংশ্লিষ্ট ঠিকাদারী সংস্থার সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। দুই তিন দিনের ভিতরে হোর্ডিংয়ের ভুল সংশোধন করে নতুন হোৰ্ডিং স্থাপন করা হবে।
অন্যদিকে হাফলং জনস্বাস্থ্য কারিগরী বিভাগের কাৰ্যবাহী অভিযন্তা তথা স্বচ্ছ ভারত মিশনের সদস্য সচিব পিনাকী শংকর কর জানিয়েছেন ডিমা হাসাও জেলার ২৮ টি পরিষদীয় সমষ্টির ২৮ টিকেই ইতিমধ্যে খোলা মলত্যাগ মুক্ত পরিষদীয় এলাকা হিসেবে সরকার ঘোষণা করেছে এবং খোলা মলত্যাগ মুক্ত এলাকার কথা উল্লেখ করা হোর্ডিং গুলি নিয়েই এই বিতর্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখযোগ্য সরকার স্বশাসিত পরিষদ এলাকা গুলিতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা আরম্ভ করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার সময় অনাময় প্রকল্পের হোর্ডিংয়ে গ্রাম পঞ্চায়েত শব্দটি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা উত্তর কাছার পাৰ্বত্য স্বশাসিত পরিষদের প্ৰধান সচিব অমিতাভ রাজখোয়া ছোট এই বিষয়টি নিয়ে পাহাড়বাসীকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.