বিহাড়ায় মাল্টি স্পেসিয়ালিটি স্বাস্থ্য মেলা সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : বিহাড়া বাজার এম.ভি.স্কুলে ডিস্ট্রিক্ট হেল্থ সোসাইটির উদ্যোগে এক মাল্টি স্পেসিয়ালিটি পোষ্ট ফ্লাড মেগা স্বাস্থ্য মেলার আয়োজন করা হয বুধবার। ঐ দিন সকাল দশ টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এই স্বাস্থ্য মেলা। এ দিনের স্বাস্থ্য মেলায় চার শতাধিক রোগীরা বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান ও প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করেন। শিবিরে উপস্থিত ছিলেন স্ত্রী রোগ বিশষজ্ঞ ডাঃ ইতিপা সিনহা, চর্মরোগ বিশষজ্ঞ ডাঃ জয়দ্বীপ রায়, শিশু বিশষজ্ঞ ডাঃ শাহ আলম মজুমদার, ইএনটি বিশষজ্ঞ ডাঃ রিমা পাটুয়া, দন্ত বিশষজ্ঞ ডাঃ বিশ্বদীপ শ্যাম। এছাড়াও রাষ্ট্রীয় মোবাইল মেডিকেল ইউনিটের পক্ষ থেকে ডাঃ অলিক কুমার দাস ও ডাঃ মাসুদ আহমেদ সহ আরোও বিশষজ্ঞ ডাক্তাররা শিবিরে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মেলাটি পরিচালনা করেন ডাঃ মনসুর আহমেদ লস্কর।









কোন মন্তব্য নেই