Header Ads

এনআরসির কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ঘোষণা চূড়ান্ত এনআরসি সম্পূর্ণ তালিকা ঘোষণা করা হবে ১৪ ই সেপ্টেম্বর



দেবযানী পাটিকর, গুয়াহাটি।এনআরসির সম্পূর্ণ তালিকা আগামী ১৪ই সেপ্টেম্বররে  প্রকাশ পাবে।আর এটা কেবল অনলাইনে দেখতে পাওয়া যাবে। এনারসির কর্তৃপক্ষ সোমবার এক ঘোষণার   দ্বারা একথা স্পষ্ট করেছে । এই সম্পূর্ণ তালিকাটি   দাবি আর আপত্তি প্রক্রিয়ার অন্তর্গত হোক বা নাহক  সেটা নির্বিশেষে সকলে দেখতে পাবে । গত ৩১ শে আগস্ট এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল যদিও কর্তৃপক্ষের মতে সেটা অসম্পূর্ণ পরিপূরক তালিকা ছিল।  বিশেষ করে  আবেদন করেও চূড়ান্ত তালিকা  থেকে বাদ পড়া সবার দাবী ও আপত্তি প্রক্রিয়ার  সমস্ত তথ্যই  সেখানে প্রকাশ হয়েছিল।৭ সেপ্টেম্বর তারিখে এনারসির তালিকাটি সম্পূর্ণ পরিবার বা সব সদস্যদের নাম অনলাইনে দেখতে পাবে বলে এনআরসি কর্তৃপক্ষ ঘোষণা করে। এনআরসি তালিকা থেকে বাদ পড়া লোকদের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার উত্তর  আগামী ১৪ তারিখে পাওয়া যাবে বলে ঘোষণা করে এনারসির কর্তৃপক্ষ ।ওদিকে এনারসির তালিকা থেকে বাদ পরা লোকেরা তাঁদের সার্টিফাইড কপি কখন পাবো বলে এনআরসি কর্তৃপক্ষকে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে । কর্তৃপক্ষ এই বিজ্ঞাপনে বলেছে যে যেহেতু শুনানি গুলি নিজের নিজের এনএসকে সেবা কেন্দ্র থেকে দূরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল সেজন্য এনআরসি দায়িত্বে থাকা  আধিকারিকদের দ্বারা দেওয়া অর্ডার  সংগ্রহের কাজ চলছে ।এইগুলি কতদিনে দিতে পারা যাবে কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি অন্য একটা ঘোষণার দ্বারা জানাবে  বলে এদিনের ঘোষণাতে করা হয়। এই চূড়ান্ত এনারসির থেকে সার্টিফাইড কপি (certified copies of rejection,) পেলে একজন লোক নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য বিদেশী  ন্যায়াধিকরনের কাছে যেতে পারবেন।  অন্যদিকে চূড়ান্ত এনআরসি তালিকা থেকে মোট ১৯,০৬৬৫৭ জন লোকের নাম বাদ পড়েছিল। তাতে চূড়ান্ত এনআরসির তালিকাতে মোট ৩.২৯ কোটি আবেদনকারীর ভিতর মোট  ৩,১১,,২১০০৪ জনের  নাম অন্তর্ভুক্ত হয়েছিল ।আসাম আন্দোলন এর পরে করা চুক্তি অনুসারে উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানে আসামের এনআরসির উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.