Header Ads

করমপূজা উৎসব সম্পন্ন কালাইন চা বাগানে

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : যথাযোগ্য মর্যাদায় কালাইন চা বাগানে করমপূজা উৎসব সম্পন্ন হয় সোমবার। কালাইন করমপুজা কমিটির তত্বাবধানে সকাল ৬টা থেকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে করমপূজার শুরু হয়। প্রথমে বৃক্ষ রোপন করে পূজার বিধান অনুযায়ী করমডাল আনার পর পূজারী দ্বারা মূল পূজানুষ্ঠানের আরম্ভ হয়। পূজারী করম ভক্তদের করম পূজার উদ্দেশ্য পাঠ করে শুনান। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। তারপর বিশেষ চা জনজাতী নৃত্যের আয়োজন করা হয়। 
এতে বিভিন্ন বাগান থেকে আগত শিল্পীরা ঝুমুর নৃত্য পরিবেশন করে সকলকে মুগ্ধ করে। পরদিন সকালে বিসর্জনের মাধ্যমে পাঁচ দিন থেকে চলা করম পূজার সমাপ্তি ঘটে। সোমবার সন্ধ্যায় করমপূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাইন চা বাগানের ম্যানেজার এস কে তাপারিয়া, সমাজ কর্মী সুব্রত চক্রবর্তী, নিত্তগোপাল দাস, অসিত বরন দে, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি কার্তিক তাঁতী সহ সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.