Header Ads

আমরা বাঙ্গালীর এনআরসি প্রতিবাদী মিছিল আগরতলায়

নয়া ঠাহর প্রতিবেদন, বালিপিপলা : সম্প্রতি আসামের এনআরসি ইস্যুকে কেন্দ্র করে ও বাঙালিদের রাষ্ট্রহীন এবং সবিধানের ৩ নং ধারা অনুযায়ী বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলি মিলিয়ে "বাঙালিস্হান" গঠনের প্রতিবাদ জানিয়ে এবার ময়দানে নামলো আগরতলার 'আমরা বাঙালি' সংগঠন। এই ইস্যুকে কেন্দ্র করে এক বিরাট প্রতিবাদ মিছিল ও একটি সভার আয়োজন করা হয় শিবনগর 'আমরা বাঙালি'র কার্যালয়ে। 
উল্লেখ্য, সেখান থেকে মিছিলটি বের হয়ে প্রথমে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে শকুন্তলা রোডে এসে শেষ হয়। এখানেই এনআরসি ইস্যুকে সামনে রেখে এক বিরাট সভার আয়োজন করা হয়। সভায় এই ইস্যুকে কেন্দ্র করে তীব্র ভাষায় সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন বিভিন্ন বক্তারা। তারা বলেন, এনআরসির নাম করে বাঙালিদের রাষ্ট্রহীন তথা হেনস্তা করার গভীর চক্রান্ত চলছে। তাই এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান সভায় উপস্থিত 'আমরা বাঙালি'র কর্মকর্তারা। এছাড়াও, এনআরসি ইস্যুকে কেন্দ্র করে সরকারের এই সিদ্ধান্ত বদলাতে হবে বলে দাবি রাখেন এবং দরকার হলে তারা দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্ত হবেন বলেও সিদ্ধান্ত নেন বলে খবরে প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.