Header Ads

শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে রেলওয়ে মজদুর ইউনিয়নের প্রতিবাদ




নয়া ঠাহর প্রতিবেদন । বিজেপি সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তের সাথে মালিগাওয়ের মুখ্য কার্যালয়ের সামনে বৃহস্পতিবার মজদুর ইউনিয়নের প্রতিবাদী কার্যক্রম পালন করে । এই প্রতিবাদী অনুষ্ঠানে নিজের প্রাপ্যের জন্য জন্য আন্দোলন করে প্রাণ আহুতি দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। কংগ্রেসের নীতি অনুসারন করে বিজেপিও শ্রমিক বিরোধী স্থিতি গ্রহণ করে রয়েছে বলে উল্লেখ করেন মজদুর ইউনিয়নের সভাপতি কমরেড রাখাল দাশগুপ্ত। রেল বিভাগের বিভিন্ন শাখা ব্যক্তিগত করে শ্রমিকদের পেটে ভাতে মারার অভিযোগ তুলে সরকারের বিরুদ্বে ক্ষোভ প্রকাশ করেন রাখাল দাস গুপ্ত। 


দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে বিজেপি সরকার বর্তমানে দেশের অঘোষিত জরুরিকালীন অর্থনৈতিক অবস্থার মোকাবিলা করে দেশের সমগ্র জনসাধারণ ও শ্রমিক-কর্মচারীদের সবার স্বার্থের পরিপন্থী নীতি গ্রহণ করে বলে অভিযোগ করে রাখাল দাশগুপ্ত। উল্লেখনীয় যে রেল বিভাগে খালি হয়ে থাকা বিভিন্ন পদ পূরণ, নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশনের ব্যবস্থা বহাল রাখা ,ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সমগ্র দেশে এক প্রতিবাদী কার্যক্রম ঘোষণা করে রেলওয়ে মজদুর ইউনিয়ন । ফেডারেশনের এই আহবানে ইতিমধ্যে এনএফ আরএমযুর বিভিন্ন শাখার সাথে মালিগাঁও শাখাতেও বিগত দিনে কয়েকটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভাবে উক্ত আন্দোলনের সম্পূর্ণ কার্যসূচি রুপায়ন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.