শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের জন্মদিবস পালিত হল ব্যাঙ্গালুরু সৎসঙ্গ বিহারে
নন্দনা দেব চৌধুরী ,ব্যাঙ্গালুরু।: ঠাকুর অনুকূলচন্দ্রের তম শুভ জন্মদিবস পালনে দেশ-বিদেশের সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহার, কেন্দ্র মন্দিরগুলির সঙ্গে সঙ্গতি রেখেই আনন্দ,উদ্দিপনার নিয়ে যেন এক সূতে- তে বেঁধে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুরের জন্মদিবস উৎসবটি পালন করতে মেতে উঠতে দেখা গিয়েছে ব্যেঙ্গালুরের মেধ্যাহালী সৎসঙ্গ বিহারকেও।
মঙ্গলবার শ্রীশ্রী ঠাকুরের শুভ জন্মদিবস পালনের জন্যে সৎসঙ্গ বিহারেকে মনের মত করে সাজিয়ে তুলেছিলেন ভক্তরা। তা ছাড়াও শ্রীশ্রীঠাকুর,শ্রীশ্রী বড়মা, শ্রীশ্রী বড়দা, শ্রীশ্রী দাদা (বর্তমান আচার্য্যদেব) আবাস গৃহকে সুসজ্জিত ভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলা হয়েছিল। দিনের কর্মসূচি মতে ঊষা কীর্তন, সমবেত প্রার্থনা, শুভ জন্মলগ্ন ঘোষণার পর সঙ্গীতাঞ্জলীও হয়। 'জয় রাধে ' গানের পর "বন্দেপুরুষোত্তম্" ধ্বনি দিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
কোন মন্তব্য নেই