Header Ads

১৪ দিনের জেল হেফাজত চিদম্বরমের

ছবি- সৌজন্য ইন্টারনেট।
নয়া ঠাহর প্রতিবেদন : আইএনএক্স মিডিয়া মামলায় বিশেষ সিবিআই আদালত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল। পরবর্তী শুনানির দিন ১৯ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত ।
কংগ্রেস নেতাদের আশঙ্কা ছিলই যেহেতু শীর্ষ আদালত আগাম জামিন দেয়নি, তাই নিম্ন আদালতও কোন ঝুঁকি হয়তো নেবে না। প্রাক্তন অর্থমন্ত্রীকে জেল হেফাজতেই পাঠানো হতে পারে ।
বিশেষ সিবিআই আদালতে বৃহস্পতিবার বিকেলে বিচারপতিরা বলেন, যেহেতু ১৪ দিন সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম, তাই তাঁকে এবার জেল হেফাজতে পাঠানো হচ্ছে। তিহাড় জেলে আগামী ১৪ দিন থাকবেন তিনি।

আইএনএক্স মিডিয়া দুৰ্নীতি মামলায় প্ৰাক্তন কেন্দ্ৰীয় অৰ্থমন্ত্ৰী তথা কংগ্ৰেস নেতা পি চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ ছিল ৫ সেপ্টেম্বর অবধি। বৃহস্পতিবার সকালে সুপ্ৰিম কোৰ্ট ইডি-র মামলায় তাঁর ওপর থেকে রক্ষাকবচ তুলে নেয়। শুনানি হয় বিশেষ আদালতে। এদিন বিশেষ আদালতে প্ৰাক্তন কেন্দ্ৰীয় অৰ্থমন্ত্ৰীর বিচারবিভাগীয় হেফাজত হওয়ার পরে তাঁর আইনজীবী কপিল সিব্বল অতিরিক্ত বিচারপতি অজয় কুমার কুহরকে অনুরোধ করেন, ৭৩ বছর বয়সী চিদম্বরমকে যেন শৌচালয়ে কমোডের ব্যবস্থা এবং বিশেষ কক্ষের সুবিধা দেওয়া হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.