Header Ads

দেশের ভিতরে পরিষ্কার স্থানের তালিকায় তৃতীয় স্থানে কামাখ্যা মন্দির


নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার স্থানের ভিতরে তৃতীয় স্থান লাভ করেছে বিখ্যাত  শক্তিপীঠ কামাখ্যা মন্দির।জলশক্তি মন্ত্রণালয়, খাবার জল, ও স্বচ্ছতা বিভাগে মঙ্গলবার দেশের সবচেয়ে পরিস্কার স্থানের তালিকা ঘোষণা করে।আগামী কাল ৬ সেপ্টেম্বর  শুক্রবার নতুন দিল্লীর বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ  এই পুরস্কার প্রদান করবে।এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করবে  কামাখ্যা মন্দিরের দলই মোহিত চন্দ্র শর্মা আর স্বচ্ছ ভারত অভিযান মিশনের অসম মিশন ডাইরেক্টর মোহন লাল সুবেকা।উল্লেখনীয় যে জম্মু কাশ্মীরের রিয়াসী জেলার ত্রিকূট পাহাড়ে অবস্থিত বিখ্যাত মাতা বৈষ্ণ দেবীর মন্দিরকে দেশের ভিতরে সর্ব শ্রেষ্ঠ পরিষ্কার স্থান হিসেবে ঘোষণা করেছে।উক্ত তালিকাতে ছাত্রপতি শিবাজী টার্মিনাস,তাজমহল, তিরূপতি মন্দির,স্বর্ণ মন্দির,মনিকার্নিকা ঘাট, আজমের শরীফ দরগাহ,মীনাক্ষী মন্দির,ও জগন্নাথ  মন্দির পুরস্কারের তালিকাতে রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.