Header Ads

বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনে শিক্ষক দিবস পালন

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া : সম্পূর্ণ দেশের সাথে সংগতি রেখে বৃহষ্পতি বার বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালন করা হয়। এদিন সকাল সাড়ে দশটায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিদ্যালয়ের উপপ্রধান আচার্য রণেশ্বর চক্রবর্তী। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যার্পন করেন শিক্ষক বনমালী শুক্লবৈদ্য। পরে বিদ্যালয়ের সরস্বতী বন্দনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠানের। এতে ছাত্র ছাত্রীরা উত্তরীয় ও বিভিন্ন উপহারাদির মাধ্যমে প্রধান অতিথি অসীম দেব ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেয়। কৃতি শিক্ষক অসীম দেব শিক্ষক দিবসের উপর সারগর্ভ বক্তব্য প্রদান করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক মনোজিৎ গোস্বামী। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক অসীম দেবকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ছাত্র ছাত্রীরা ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবনি পাঠ ও নৃত্য, গীত ইত্যাদি পরিবেশন করে। রাষ্ট্র গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.