চন্দ্রনাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ২
নয়া ঠাহর, বিহাড়া : আসামের বড়খলা বিধানসভার চন্দ্রনাথপুরে বৃহস্পতিবার সংঘটিত হয় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। ওইদিন রাত আটটার দিকে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় চন্দ্রনাথপুর বাজারে। এতে অগ্নিদগ্ধ হয় চৌদ্দ বছর বয়সের এক প্রতিবন্ধী কিশোর সহ বছর ষাটের এক বৃদ্ধা মহিলা। এছাড়াও পুড়ে ছাই হয় বাজারের বেশ কয়েকটি দোকান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। তিনি পরিস্থিতির খোজ খবর নেন। সময়মতো অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌছতে না পারায় আগুন ছরিয়ে পড়ার সময় পায়। পরে বাহিনী ও স্থানীয় জনগনের মদদে আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিদগ্ধ হওয়া কিশোরের অবস্থা খুবই আশঙ্কা জনক। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ছেলেটির শরীরের প্রায় আশি শতাংশই ঝলসে যায় আগুনে। উভয়কেই প্রথমে স্থানীয় বিক্রমপুর হাসপাতালে পাঠানো হয় কিন্তু তাদের অবস্থা শোচনীয় হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তৎক্ষনাত শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। প্রতিবেদন লিখা পর্যন্ত পাওয়া তথ্য মতে উভয়েই চিকিৎসাধিন। ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি। তবে দূর্গা পূজার প্রাকমুহুর্তে দোকানে প্রচুর পরিমানে সামগ্রী সংগ্রহীত থাকায় ক্ষয়ক্ষতির পরিমানও অনেক বেশি হবে বলে অনেকের ধারণা।
সূত্র থেকে পাওয়া তথ্য মতে চায়ের দোকান থেকেই লাগে আগুন। এছাড়াও কিছু অসাধু ব্যবসায়ীর দ্বারা সংগৃহীত পেট্রলের সংস্পর্ষ পেয়ে আগুন ছরিয়ে পড়ে বাজার এলাকায়। সঙ্গে সঙ্গে গ্যাস সিলেণ্ডায় ফেটে আগুন বৃহৎ আকার নেয়। জানা গেছে, অবৈধ মদ বিক্রয়ের অভিযোগে বড়খলা পুলিশ কিছুদিন আগে বৃদ্ধ মহিলাটিকে পাকড়াও করেছিল।
কোন মন্তব্য নেই