Header Ads

এন আর সি তালিকায় নাম না থাকলেও ডি ভোটাররা ভোট দিতে পারবে



অমল গুপ্ত

অসমে জাতীয় নাগরিক  পঞ্জী র  চূড়ান্ত তালিকা প্রকাশ  পেলেও  এখনও  আইনের মান্যতা পায়নি ,  দেশের রেজিস্টার  জেনারেল অফ ইন্ডিয়া যতক্ষন না পযন্ত চূড়ান্ত তালিকা সম্পর্কে বিজ্ঞপ্তি  জারি করবে  ততক্ষণ এন আর সি তালিকাতে নাম 
 থাকা ব্যাক্তিরা  নিজেকে স্বদেশী বলে  দাবি করতে পারবে না, তাদের নামেও বিদেশি নোটিশ আসতে পারে।  রাজ্যের  স্বরাষ্ট্র    কমিশনার আশুতোষ অগ্নিহোত্রী    একথা  স্পষ্ট করে  দিয়েছেন।  তিনি সংবাদমাধ্যব কে জানান   , সব  কিছু নির্ভর করছে  আর জি আইএর উপর।  প্রসঙ্গত  এখনও বরাক ,ব্রহ্মপুত্র উপত্যকায় ডি ভোটারের নামে  বিদেশি  নোটিশ ইস্যু করা হচ্ছে  বলে অভিযোগ আসছে। আজ  নির্বাচন  কমিশনার   ডি ভোটারদের  কিছুটা স্বস্তি দিয়েছে, এন আর সি তে নাম না থাকলেও    আগামী  নির্বাচনে ভোট দিতে পারবে তবে বিদেশি ট্রাইব্যুনালে   দোষী  সাব্যস্ত হলে  ভোটাধিকার  থাকবে না।  আগামী বিধানসভার চারটি কেন্দ্রের উপ নির্বাচনে   প্রায় ১ লাখ ২৫ হাজার ডি ভোটাৰ ভোট দেবার অধিকার পাবে, ১৯৯৭ সাল   থেকে ডি  ভোটাররা ভোটাধিকার মতো  সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে।  গত লোকসভা, ও বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারে নি। শুধু ডি ভোটাৰ নয় , তাদের  সন্তান  সন্ততি দেরও   এন আর সি তালিকা থেকে নাম  কেটে     দেওয়া  হয়েছে। সব নিয়ে  প্রায় আড়াই লাখ   মানুষ  স্বস্তি পাবে, প্রায় সবই সংখ্যা লঘু বাঙলি হিন্দু মুসলিম  সম্প্রদায়ের  মানুষ কিন্তু ডিটেনশন ক্যাম্পে   যাদের  আটক করে  রাখা হয়েছে,   খুন খারাপি না করেও অপরাধী দের  সঙ্গে  একই অন্ধকার কুঠুরি তে  বন্দি করে   রাখা  হয়েছে , তারা তো  সবাই ডি ভোটাৰ তাদের কি ভোটাধিকার থাকবে না? প্রায় ১৬০০ জন কে রাজ্যের  তথাকথিত ডিটেনশন ক্যাম্প আটক করে  রাখা হয়েছে দীর্ঘ বছর   থেকে। সরকার বিধানসভা তে জানিয়েছিল ডিটেনশন ক্যাম্প এ  বন্দি  থাকা কালীন ২৫ জনের মৃত্যু হয়েছে।   এন আর সি তে নাম না থাকা   নেপালি সম্প্রদায়ের হাজার হাজার  মানুষ আজও গোয়ালপাড়া এবং  কার্বিযাঙলঅং জেলাতে  অনশন ধর্মঘটে  সামিল  হয়েছিল। অপরদিকে কোঁকড়া ঝড় জেলাতে সারা অসম বাঙলি যুব ছাত্র ফেডারেশন  এন আর সি তে নাম  বাদ পড়ার প্রতি বাদ   অবস্থান ধর্মঘট করে।  গোর্খা  সম্প্রদায়ের নেতারা অভিযোগ করে  ১৯৫০  সালে নেপালের সঙ্গে ভারত সরকারের এক বন্ধুত্ব পূর্ণ  সমঝোতা চুক্তি সম্পাদিত  হয়েছিল।   নেপালিদের  ভারতে  আসতে কোনো পাসপোর্ট  লাগে না। ভারতের মানুষ বিনা পাসপোর্টে সেখানে  যেতে পারে ,অথচ ভারত   নে পালের  ঐতিহাসিক চুক্তি কে   পাত্তা না  দিয়ে প্রায় ৯০ হাজার   নে পালি   সম্প্রদায়ের  মানুষের নাম এন আর সি তালিকা থেকে  ছেটে  ফেলা হয়েছে। বাঙলি এবং নেপালি  সংগঠনের নেতারা হুঙ্কার দিয়েছে তারা  বিদেশি ট্রাইব্যুনালের  কাছে যাবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.