Header Ads

এটিএম ভাঙার চেষ্টা চালিয়ে হাফলঙে পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক

 বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ এক্সিস ব্যাঙ্কের এটিএম ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা চালানোর দায়ে অভিযুক্ত দুই যুবকে গ্রেফতার করে হাফলং পুলিশ। বুধবার রাতে লিয়েনমিনটাল হেঙ্গনা ২৮ ও সেইমিনহাও সিংসন ২৭ নামের দুই যুবক হাফলং ট্যাক্সি স্ট্যান্ডের পাশে থাকা এক্সিস ব্যাঙ্কের এটিএম ভাঙার চেষ্টা করে। তবে এটিএম কাউন্টারে থাকা সিসি টিভি ফুটেজে দুই যুবক এটিএম ভাঙার চেষ্টা করেই দুই যুবকে পুলিশ শনাক্ত করে বৃহস্পতিবার রাতে হাফলং থানার ওসি হরিচন্দ্র পাঠক ও টিএসআই দীপজ্যোতি শর্মার নেতৃত্বে পুলিশ বাহিনী এক অভিযান চালিয়ে হাফলং শহর থেকে গ্রেফতার করে দুই যুবককে গ্রেফতার করে।

এদিকে এটিএম ভাঙার চেষ্টা চালানো দুই যুবকের বিরুদ্ধে মামলা নম্বর ১০০/২০১৯ ইউএস ৩৭৯ ধারায় হাফলং থানায় এক মামলা রুজু করা হয়। হাফলং পুলিশ সূত্রে জানা গিয়েছে এটিএম ভাঙার দায়ে ধৃত দুই যুবকের বাড়ি মাহুর থানার অন্তর্গত সংপিজাং গ্রামে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.