পৃথক স্বশাসিত রাজ্যের দাবিতে অনড় থাকবে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন
বিপ্লব দেব, হাফলংঃ পৃথক স্বশাসিত রাজ্যের দাবিতে পুনরায় সরব হল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন। শুক্রবার ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৬৪ তম প্রতিষ্ঠা দিবসে ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক প্রমিত সেঙ্গইয়ং বলেন সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে দীর্ঘদিন থেকে পৃথক স্বশাসিত রাজ্যের দাবিতে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন আন্দোলন করে আসছে। কিন্তু এনিয়ে সরকার কোন পদক্ষেপ করছে না। তাই ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন পৃথক স্বাশাসিত রাজ্য গঠনের দাবি থেকে সরে আসবে না।
আগামী দিনে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে ছাত্র সংগঠনটি। প্রমিত বলেন যত সময় পর্যন্ত পৃথক স্বশাসিত রাজ্যের দাবি আদায় নিয়ে সরকার পদক্ষেপ গ্রহন না করে ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে ছাত্র সংগঠনটি। আজ মাহুর রিংফাই মেমোরিয়াল খেলার মাঠে আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৬৪ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা।
কোন মন্তব্য নেই