Header Ads

কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে স্মারকপত্র দিলীপ নুনিসার

 বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হালম দাওগা (ডিএইচডি) উভয় গোষ্ঠীর সঙ্গে সাক্ষরিত কেন্দ্র ও রাজ্য সরকারের ত্রিপাক্ষিক সমঝোতা পত্রের সফল রূপায়নের দাবি জানিয়ে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার মাধ্যমে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত সাহ-র উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন ভেঙ্গে দেওয়া ডিএইচডি-র প্রাক্তন অধ্যক্ষ তথা হালালি প্রগ্ৰেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা।


 শুক্রবার সন্ধ্যায় হাফলং শহরের এক হোটেলে সাংবাদিক সন্মেলন ডেকে দিলীপ নুনিসা বলেন দীর্ঘ কয়েক দশক ডিমাসা জনগোষ্ঠীর অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবার পর ডিএইচডি-র উভয় গোষ্ঠী অস্ত্র ছেড়ে জাতীয় জীবনে মূল স্রোতে ফিরে এসে ২০১২ সালের ৮ অক্টোবর কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে সমঝোতাপত্র সাক্ষর করে ডিএইচডি। তবে এই সমঝোতাপত্র (এমওএস) সাক্ষরিত হওয়ার সাত বছর পার হওয়ার পর এর সফল রূপায়ন হচ্ছে না এমনকি সমঝোতাপত্র অনুসারে ডিএইচডি-র সদস্যদের উপরে থাকা সব মামলা প্রত্যাহারের কথা থাকলে ও তা এখনও হয়নি। যার দরুন আইনি সমস্যায় পড়তে হচ্ছে এবং বিভিন্ন সময়ে হেনস্তার শিকার হতে হচ্ছে ডিএইচডি-র সদস্যদের বলে অভিযোগ তুলেন দিলীপ নুনিসা। সাংবাদিক সম্মেলনে দিলীপ নুনিসা ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারের সঙ্গে চুক্তি সাক্ষরিত হওয়ার সাত বছর পার হয়ে যাওয়ার পর ও সরকারের পক্ষ থেকে ডিএইচডি সদস্যদের পুনর্বাসের জন্য কোনও পদক্ষেপ করা হয়নি। তাই অবিলম্বে ডিএইচডি-র উভয় গোষ্ঠীর সঙ্গে সাক্ষরিত সমঝোতা পত্রের সফল রূপায়নের দাবী জানিয়ে শুক্রবার জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর উদ্দেশ্য স্মারকপত্র দেন হালালি প্রগরেসিভ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ নুনিসা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.