Header Ads

ভারতের চন্দ্রাভিযান নিয়ে শিশুসুলভ মন্তব্য করে পাকিস্তানিদের কটাক্ষের শিকার পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

নয়া ঠাহর প্রতিবেদন : ভারতের চন্দ্রাভিযান নিয়ে শিশুসুলভ মন্তব্য করে খোদ পাকিস্তানি নাগরিকদের কটাক্ষের শিকার হলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
ট্যুইটারে ফাওয়াদের করা মন্তব্যের পর পাকিস্তানি নাগরিক আতাউর রহমান লেখেন, ভারতের সমালোচনা করা ভুল । ভারতের জন্য চাঁদের এত কাছে যাওয়া অনেক বড় সাফল্য । পাকিস্তান সেদিকে থেকে কয়েক দশক পেছনে পড়ে রয়েছে ভারতের। ভারতের ব্যর্থতায় আনন্দ না করে পাকিস্তানের উচিত মহাকাশ বিজ্ঞানে মনোযোগ দেওয়া।
কোন কোন পাকিস্তানি নাগরিক এও লেখেন,  ফাওয়াদ চৌধুরী বোকা। শিশুসুলভ মন্তব্য করেছেন। আবার কেও এমনও লিখেছেন, মন্ত্রী ফাওয়াদ এমন মন্তব্য করে পাকিস্তানকে আর কত লজ্জায় ফেলবেন। নিলুফা জাহান নামে এক পাকিস্তানি মহিলা লেখেন, আদৌ ফাওয়াদ চৌধুরী মহাকাশ সম্পর্কে কিছু জানেন কী?
ফাওয়াদ চন্দ্রযান ২-কে খেলনার সঙ্গে তুলনা করে ট্যুইটারে লিখেছিলেন, ভাই চাঁদের বদলে খেলনাই সোজা মুম্বইয়ে নেমে পড়েছে। অন্য একটি পোস্টে ফাওয়াদ লেখেন,  "আও..... যে কাজটা করতে পার না , সেটা করার দরকার নেই। প্রিয় এন্ডিয়া।"( ইংরেজিতে ' ইন্ডিয়া  ' বানানকে ' এন্ডিয়া ' লিখেছেন ট্যুইটে )।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.