Header Ads

বিক্রম পুর সমবায়ে সাধারণ সভা কাল

নয় ঠাহর প্রতিবেদন, বিহাড়া : ২২ সেপ্টেম্বর রবিবার বিহাড়া এম ভি স্কুলে বেলা১১টায় বিক্রম পুর সমবায় সমিতির ২০১৯-২০ বর্ষের বার্ষিক  সাধারণ সভা আয়োজিত হবে।  সভায় পৌরোহিত্য করবেন সমিতির চেয়ারমেন হুরমত আলী। সভার আলোচ্য বিষয় হল সমিতির  বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন ,সমিতির  ২০১৮-১৯ বর্ষের হিসাব পত্র সম্বন্ধে আলোচনা ও অনুমোদন , সমিতির ২০১৯-২০ বর্ষের বাজেট পেশ ও অনুমোদন, সমিতির ২০১৯-২০ বর্ষের সভ্যগণের ও সমিতির উর্ধতম ঋণ গ্রহন  ক্ষমতা নির্ধারণ , সমিতির ২০১৯-২০ বর্ষের আভ্যন্তরীণ হিসাব  পরীক্ষক  নিয়োগ ও বিবিধ।  ঐ দিন সমিতির সব  শেয়ারহোল্ডারদের  সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন  সমিতির সম্পাদক সঞ্জয় কুমার বর্মণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.