Header Ads

বিহাড়ায় এনসিসি ক্যাডারদের সচ্ছতা অভিযান

নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া : এনসিসি থার্ড আসাম ব্যাটালিয়ান যুধিষ্ঠির সাহা স্কুল ইউনিটের পক্ষ থেকে মঙ্গলবার সচ্ছতা পখয়াড়া শির্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে এনসিসি কেডেটরা প্রথমে সচ্ছতা বিষয়ক সংকল্প গ্রহন করে। তারপর এনসিসির সিটিও নিরূপম নাথ অনুষ্টানের উদ্দ্যেশ্য ব্যাখ্যা করেন। পরে সকল ছাত্র ছাত্রীরা স্কুল চত্তর সহ পার্শবর্তী এলাকায় সচ্ছতা অভিযান চালায়। অনুষ্টানটি পরিচালনা করেন এনসিসি পার্মানেন্ট ইন্সট্রাক্টার বিজয়েন্দ্র শিং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.