দেশবন্ধু ক্লাব নকআউট ফুটবল শুরু আগামীকাল থেকে
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : আগামী কাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিহাড়া দেশবন্ধু ক্লাব নক আউট ফুটবল প্রতিযোগিতা। বরাক উপত্যকা সহ উপত্যকার বাইরের মোট ২৪টি নামিদামি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বলে জানালেন দেশবন্ধু ক্লাবের ক্রীড়া সম্পাদক রণেন্দু চক্রবর্ত্তী ও বিধুভূষন দাস।
২২সেপ্টেম্বর প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে বিহাড়া স্টেশন রোডের রাসু ফুটবল দল ও রংঘর রাইস ক্লাব। ঐ দিন দেশবন্ধু ক্লাবের পতাকার আনুষ্ঠানিক উত্তোলন করে নক আউট ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্লাব সভাপতি ডাঃসঞ্জীব সিকিদার। সাথে থাকবেন ক্লাবের সম্পাদক (অফিসিয়েল) অজিত রায় চৌধুরী,কার্যকরি সম্পাদক কানাইলাল ভট্টাচার্য সহ ক্লাবের সব কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রাক্তন ফুটবলাররা। এক লিখিত বিবৃতিতে এ খবর জানিয়েছেন দেশবন্ধু ক্লাবের ক্রীড়া সম্পাদক রণেন্দু চক্রবর্ত্তী।
কোন মন্তব্য নেই