নয়া ঠাহর প্ৰতিবেদন।পর্যাবরন প্রদুষন তথা প্লাস্টিক ও গাছ পালা কেটে ফেলার ফলে বৃদ্ধি পেয়েছে গোলকীয় উষ্ণতা। মানুষের অসাবধানতার জন্য প্রদুষিত হয়েছে জলবায়ু। আর এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে লোকেদের সচেতন করার জন্য শুক্রবার নগরের মালিগাঁও রেলওয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রূপায়ন করে এক অভিনব কার্যসূচির। বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা পথে নেমে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত করে ।গাছপালার সাথে প্লাস্টিক বর্জন করার জন্য আহ্বান জানায় ছাত্রছাত্রীরা।সাথে একটি গাছ কাটার সাথে অন্য দুটি গাছ লাগাবার জন্যও তারা আহ্বান জানায়।
কোন মন্তব্য নেই