মমতার বাংলার হাল কাশ্মীরের থেকেও খারাপ, ৩৭০ ধারা প্রসঙ্গ টেনে কটাক্ষ দিলীপের
বিশ্বদেব চট্টোপাধ্যায় : মমতার বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনা টানলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলার হাল কাশ্মীরের থেকেও খারাপ। কাশ্মীরের পরিবর্তন ঘটিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এবার অবিলম্বে পরিবর্তন দরকার বাংলায়। সেই পরিবর্তন আনবে বিজেপিই। ইতিমধ্যেই বাংলায় পরিবর্তন আনার কাজ শুরু হয়ে গিয়েছে।
শনিবার বিজেপি মহিলা মোর্চার এক কর্মশালা থেকে দিলীপ ঘোষ বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা প্রসঙ্গে মানুষকে অবহিত করেন, এই ধারা অহেতুক কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। কাশ্মীরের মানুষ বিচ্ছিন্ন থেকেছেন। কেন তারা বিচ্ছিন্ন থাকবেন, তারা তো ভারতীয়, কাশ্মীর তো ভারতের অবিচ্ছেদ্য অংশ।
দিলীপ বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক দেশে স্বপ্ন দেথেছিলেন। সেই স্বপ্ন আজ পূরণ করছেন নরেন্দ্র মোদী। তিনি ৩৭০ ধারা বিলোপ করে শ্যামাপ্রসাদের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। আর যাঁরা ৩৭০ ধারা রদের বিরোধিতা করছেন, তাঁরা প্রকৃত অর্থেই বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করছেন। আর এই বাংলার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। তাই বাংলায় পরিবর্তন আনতে হবে। বর্তমান সরকারকে উৎখাত করে রাজ্যে সুশাসন কায়েম করতে হবে।
আর তা পারবে শুধু বিজেপিই। তাঁরা স্বপ্নের বাংলা তৈরি করবেন বলেও জানান দিলীপ ঘোষ। হাজারে হাজারে কর্মী ঘরছাড়া, অনেকেই খুন হয়েছেন, কারও চোখের জল তাঁরা বিফলে যেতে দেবেন না।
কোন মন্তব্য নেই