নিজের দেশেই চূড়ান্ত বেইজ্জত, ইমরানকে 'কাশ্মীর বনেগা পাকিস্তান' স্লোগানে স্বাগত মুজফফরাবাদে
বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাশ্মীর নিয়ে লাফালাফি করতে গিয়ে বারবার বেইজ্জত হতে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। শুধু আন্তর্জাতিক মঞ্চে নয়, নিজের দেশে, নিজের লোকেদের কাছে একেবারে ল্যাজেগোবরে হতে হচ্ছে। কাশ্মীরবাসীর প্রতি সহমর্মিতা দেখিয়ে অধিকৃত কাশ্মীরে জলসা বসাতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সেখানেই তাঁকে চূড়ান্ত অপদস্ত হতে হল। অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে পাক প্রধানমন্ত্রীকে দেখে স্লোগান উঠল 'কাশ্মীর বনেগা হিন্দুস্তান' এবং 'গো নিয়াজি গো ব্যাক'।
ভারতের অংশে থাকা কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে ও কাশ্মীর নিবাসীদের ওপরে ভারত সরকার চূড়ান্ত অবহেলা করছে-- এই দাবি নিয়ে নিজের দেশের কাশ্মীরে জলসা করতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেখানেই তাঁকে শুনতে হল গো ব্যাক স্লোগান।
এর আগে ইমরান খান বড় মুখে ঘোষণা করেছিলেন, তিনি মুজাফফরাবাদে ১৩ সেপ্টেম্বর বড় জলসা করতে যাচ্ছেন। সেখান থেকেই তিনি সারা বিশ্বকে বার্তা দেবেন কীভাবে ভারত ও তার সেনা জম্মু-কাশ্মীরের অধিবাসীদের ওপরে অত্যাচার চালাচ্ছে এবং পাকিস্তান কাশ্মীর সঙ্গে রয়েছে সেই বার্তাও দিতে চেয়েছিলেন ইমরান। যদিও হল পুরো উল্টো।
প্রসঙ্গত শুক্রবার পাকিস্তানে বেলা বারোটা নাগাদ ইসলামাবাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বেসরকারি অফিস, ব্যাঙ্ক- সব জায়গায় সাইরেন বাজিয়ে এবং যান চলাচল থমকে দিয়ে কাশ্মীরবাসীর প্রতি সহমর্মিতা জানানো হয়েছে। তবে ইমরান খানকে যে অধিকৃত কাশ্মীরে গিয়ে নাস্তানাবুদ হতে হবে তা কেউ আন্দাজ করতে পারেননি।
কোন মন্তব্য নেই