Header Ads

লন্ডনের ভারতীয় দূতাবাসে ফের হামলা পাক বিক্ষোভকারীদের

নয়া ঠাহর প্রতিবেদন : কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের প্রভাব পড়েছে আন্তর্জাতিক দরবারেও। আজাদ কাশ্মীরের দাবিতে
লন্ডনের ভারতীয় দূতাবাসে মাসখানেকের মধ্যে দু’বার বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ছোড়া ডিম-টমেটো-বোতলের আঘাতে ভাঙল দূতাবাসের বেশ খানিকটা ক্ষতি হয়েছে।
ছবি- সৌজন্য ইন্টারনেট।
মঙ্গলবার সকালে প্রায় ১০ হাজার ব্রিটিশ-পাকিস্তানি এবং খালিস্তানি সম্প্রদায়ের মানুষ লন্ডনের রাস্তায় 'কাশ্মীর ফ্রিডম মার্চ’ নামের মিছিলে সামিল হন। সকলের হাতেই ছিল পাক অধিকৃত কাশ্মীরের পতাকা এবং কাশ্মীরের স্বাধীনতার পক্ষে লেখা বেশ কিছু প্ল্যাকার্ড। ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক’, ‘বন্ধ হোক মিলিটারি শাসন’, ‘কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ করার সময় এসেছে’, “আমরা আজাদ কাশ্মীর চাই’–এ ধরনের নানান স্লোগান শোনা গিয়েছিল বিক্ষোভকারীদের মুখে। এমনকি ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট স্কোয়ারের সামনে থাকা গান্ধী মূর্তির হাতে একটি পাক-অধিকৃত কাশ্মীরের পতাকে গুঁজে দেয় বিক্ষোভকারীরা। 
এরপরেই কাতারে কাতারে লোক এগোতে থাকে লন্ডনের ভারতীয় দূতাবাসের দিকে। পুলিশের ব্যারিকেড ভেঙেই দূতাবাসের সামনে জড়ো হন সবাই। পচা ডিম, টমেটো, কাঁচের বোতল, জুতো, স্মোক বম্ব ও অন্যান্য আরও অনেক কিছুই দূতাবাসের দিকে ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। এতে বেশ ক্ষতি হয়েছে দূতাবাসের। লন্ডনের মেয়র সাদিক খান গোটা ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। 
উল্লেখ্য, গত ১৫ অগস্ট ঠিক একই ভাবে বিক্ষোভে সামিল হয়েছিলেন ব্রিটিশ পাকিস্তানি এবং খালিস্তানিরা। বিভিন্ন প্রান্ত থেকে সেদিন ভারতের স্বাধীনতা দিবস পালনের জন্য লন্ডনের ভারতীয় দূতাবাসে জড়ো হয়েছিলেন অসংখ্য প্রবাসী ভারতীয়। তাঁদের উপরেই আচমকা চড়াও হয় বিক্ষোভকারীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.