চাঁদে পা রাখা থেকে আর মাত্ৰ এক ধাপ দূরে চন্দ্ৰযান ২
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ চাঁদে পা রাখা থেকে আর মাত্ৰ এক ধাপ দূরে চন্দ্ৰযান ২।
শেষ হল কক্ষপথ ম্যানুয়েভরের পৰ্ব। সফলভাবে ল্যান্ডিংয়ের পর প্ৰজ্ঞান বেড়িয়ে যাবে বিক্ৰম থেকে। সব ঠিকঠাক থাকলে এটা হবে ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ’টার মধ্যে। তারপর চাঁদের মাটিতে হবে পরীক্ষা নিরীক্ষা। যা একটি চন্দ্ৰদিন ধরে হবে। একটি চন্দ্ৰদিন পৃথিবীর ১৪ দিনের সমান।
শেষ হল কক্ষপথ ম্যানুয়েভরের পৰ্ব। সফলভাবে ল্যান্ডিংয়ের পর প্ৰজ্ঞান বেড়িয়ে যাবে বিক্ৰম থেকে। সব ঠিকঠাক থাকলে এটা হবে ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ’টার মধ্যে। তারপর চাঁদের মাটিতে হবে পরীক্ষা নিরীক্ষা। যা একটি চন্দ্ৰদিন ধরে হবে। একটি চন্দ্ৰদিন পৃথিবীর ১৪ দিনের সমান।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
একমাস আগে যে চন্দ্ৰযান ২ লঞ্চ হয়েছে তার চূড়ান্ত ল্যাপে এবার পৌঁছে গেল ভারতের স্বপ্নের এই মহাকাশ প্ৰজেক্ট। স্পেসক্ৰ্যাফ্ট থেকে ল্যান্ডার বিক্ৰম রবিবার রাতে সফলভাবে আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে ইসরো। সেপ্টেম্বরের ২ তারিখ রাত একটার সময় এই সফল সেপারেশন হয়েছে। এই বিক্ৰম ল্যান্ডার এই মুহূৰ্তে ১১৯ কিমি x ১২৭ কিমি কক্ষপথে রয়েছে।









কোন মন্তব্য নেই