গাড়ি শিল্পে সংকট ঘনীভূত, দুইদিন বন্ধ থাকবে মারুতি কারখানার উৎপাদন
![]() |
| ছবি- সৌজন্য ইন্টারনেট। |
নয়া ঠাহর প্রতিবেদন : গাড়ি শিল্পে সংকট কি ক্রমশ ঘনীভূত হচ্ছে? এই আশঙ্কাই দেখা দিয়েছে মারুতি তাদের গুরুগ্রাম ও মানসের কারখানায় ৭ ও ৯ সেপ্টেম্বর 'অনুৎপাদক দিন' ঘোষণা করায়। অর্থাৎ ওই দুইদিন কারখানায় কোনও গাড়ি তৈরি হবে না।
জুলাই মাসে গাড়ি বিক্রি কমেছিল প্রায় কমেছিল 30 শতাংশ। আগস্টের অবস্থা আরও শোচনীয়। যাত্রীবাহী গাড়ির বিক্রি সামগ্রিকভাবে কমেছে প্রায় ৫০ শতাংশ। ট্রাক বিক্রি কমেছে প্রায় ৬০ শতাংশ।
ট্রাক বিক্রি কমে যাওয়াটা অর্থনীতির বড় সূচক বলে মনে করছেন পর্যবক্ষেকেরা। অর্থনীতির চাকা ঢিমেতালে চললেই ট্রাক বিক্রির সম্ভাবনা কমে। দেশের বড় দুই ট্রাক নির্মাতা টাটা মোটরস ও অশোক লেল্যান্ডের বিক্রি কমেছে ৫৮ শতাংশ ও ৭০ শতাংশ।
মারুতির বিক্রিও কমেছে। গত বছর আগস্টে ১ লক্ষ ২২ হাজার গাড়ি তৈরি করেছিল মারুতি। তা এবার কমে দাঁড়িয়েছে ৮০ হাজার ৯০৯।
সরকারি দফতরগুলি এবার থেকে নতুন গাড়ি কিনবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী একথা জানানোর পড়েও গাড়ি শিল্পে তার প্রভাব পড়েনি। এই পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে গাড়ি শিল্প। অনেকের আশঙ্কা প্রায় ১০ লক্ষ কর্মী ছাঁটাই হতে পারে গাড়ি শিল্পে।









কোন মন্তব্য নেই