Header Ads

সুর-বাহারের বর্ষপূর্তি অনুষ্ঠান

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : শিলচর গান্ধী ভবনে শনিবার শুরু হলো সুর - বাহার মিউজিক আর্গেনাইজেশন এর ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী "বাংলা সঙ্গীত উৎসব"। অনুষ্ঠানে বিভিন্ন স্বাদের বাংলা গানের ডালি নিয়ে অংশগ্রহণ করবেন, এতদঞ্চলের বিভিন্ন গায়ক ও সুর-বাহারের ছাত্র-ছাত্রীরা। সকাল ১০টায় প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই উৎসব তথা অনুষ্ঠানের সূচনা করেন, ভারত সেবাশ্রম সংঘ শিলচর শাখার মহারাজ সহ দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার কর্ণধার তৈমুর রাজা চৌধুরী, দৈনিক যুগশঙ্খ পত্রিকার পক্ষ থেকে অতীন দাশ, মহুয়া চৌধুরী প্রমুখ।
দুদিন ব্যাপী উৎসবের আজ প্রথম দিনেই সারাদিন নানা স্বাদের বাংলা গান উপভোগ করতে দেখা গেছে শ্রোতাদের। রবিবারও একই সময়ে এই গানের অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত চলবে। একই ভাবে বিভিন্ন স্বাদের বাংলা গান উপভোগ করতে দর্শকাসনে শ্রোতারা ভিড় করবেন বলে আশাবাদী আয়োজকরা। তাই, উক্ত উৎসব তথা অনুষ্ঠানে সুর-বাহার মিউজিক অর্গেনাইজেশনের পক্ষ থেকে সবার উপস্থিতি  কামনা করেছেন অমরেন্দ্র চক্রবর্তী ও চিত্রা চক্রবর্তী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.