Header Ads

পদ্মবিভূষণের জন্য মেরি কম ও পদ্মভূষণের জন্য সিন্ধুর নাম প্রস্তাব ক্রীড়ামন্ত্রকের

বিশ্বদেব চট্টোপাধ্যায় : সম্প্রতি এশিয়ার সেরা মহিলা অ্যাথলিট হয়েছেন ভারতীয় বক্সার মেরি কম। এবার তাঁর মুকুটে জুড়তে পারে আরও এক পালক। দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণের ভূষিত হতে পারেন মেরি কম। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মানের জন্য মেরি কমের নাম প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০১৩ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন মেরি। ২০০৬ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।
৩৬ বছরের মেরি কম বক্সিংয়ে ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। ছবার সোনা জয় ছাড়া এই প্রতিযোগিতায় একবার রুপো জিতেছেন। অন্যদিকে ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন মেরি।এশিয়ান গেমসে একটি সোনা ও একটি ব্রোঞ্জ রয়েছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে রয়েছে ৫টি সোনা। শেষবার ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন মেরি।
২০০৭ সালে খেলার জগত থেকে পদ্মবিভূষণ পান দাবাড়ু বিশ্বনাথন আনন্দ, ২০০৮ সালে এই সম্মান পেয়েছিলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর।
এবার পদ্ম সম্মানের জন্য ৯ মহিলা ক্রীড়াবিদের নাম প্রস্তাব করা হয়েছে, প্রস্তাবিত নাম-
পদ্মবিভূষণ-- মেরি কম (বক্সিং) 
পদ্মভূষণ-- পি ভি সিন্ধু (ব্যাডমিন্টন) 
পদ্মশ্রী-- ভিনেশ ফোগাত ( কুস্তি) 
হরমনপ্রীত কউর ( ক্রিকেট) 
রানি রামপাল ( হকি) 
সুমা শিরুর (শ্যুটিং) 
মনিকা বাত্রা (টেবিল টেনিস) 
টাশি ও নুঙ্গশি মালিক (পর্বত অভিযান) 
পদ্ম অ্যাওয়ার্ড কমিটির কাছে ওপরের এই ৯ মহিলা ক্রীড়াবিদের নাম প্রস্তাব করল ক্রীড়ামন্ত্রক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.