মহাধূমধামে বিশ্বকর্মা পূজা বিহাড়া অটো মালিক এসোসিয়েসনের
বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়া, বুধবার মহাধূমধামের সাথে দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা আয়োজন করল বিহাড়া অটো মালিক এসোসিয়েসন। বুধবার সকালে যথাযোগ্য মর্যাদায় পূজা সম্পন্ন হয় এসোসিয়েসনের প্যাণ্ডালে। তারপর বিতরন করা হয় মহাপ্রসাদ। সন্ধ্যায় আরতি সহ বিভিন্ন অনুষ্টানের মাধ্যমে পূজার আয়োজন সম্পন্ন হয়। পূজা পরিচালনা করেন অটো মালিক এসোসিয়েসনের সম্পাদক তপন দেব, সভাপতি দুলন চক্রবর্তী, বিশ্বজিত দাস, মান্না পাল, নেপাল শুক্লবৈদ্য সহ অন্যরা।
কোন মন্তব্য নেই