যাত্রীর অভাবে গুয়াহাটি-ঢাকা বিমান পরিষেবা বন্ধ, ব্যাংকক পরিষেবারও একই অবস্থা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অনেক ঢাক-ঢোল বাজিয়ে গুয়াহাটি থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত বিমান পরিষেবা শুরু হয়েছিল মাস তিনেক আগে। কিছু দিন যেতে না যেতেই সেই পরিষেবা বন্ধ হয়ে যায় যাত্রীর অভাবে। স্পাইস জেট নামের এক বিমান সংস্থা এই পরিষেবা চালু করেছিল। কিন্তু, গত ২২ সেপ্টেম্বর থেকে এই বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিমান কোম্পানির এক মুখপাত্র যাত্রীর অভাবে সেবা বন্ধের কথা জানিয়েছেন।
এদিকে, কয়েকদিন আগেই গভীর রাতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালে গুয়াহাটি থেকে ব্যাংকক পর্যন্ত বিমান পরিষেবার সূচনা করেন। এখানেও একই পরিস্থিতি, যাত্রীর অভাব। আর কিছু দিনের মধ্যে গুয়াহাটি থেকে ব্যাংকক পর্যন্ত এই বিমান বিমান পরিষেবাও বন্ধে হয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।









কোন মন্তব্য নেই