আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্তের হাতে নয়া ঠাহরের পুজো সংখ্যা দিলেন কর্ণধার অমল গুপ্ত
নয়া ঠাহর, শিলচর : গুয়াহাটিতে এক সাক্ষাৎকারে প্রখ্যাত আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্তের হাতে এবারের বিশেষ শারদীয়া পুজো সংখ্যা(প্রিণ্ট কপি) তুলে দিলেন নয়া ঠাহর ওয়েব পোর্টালের মুখ্য সম্পাদক তথা দিসপুর প্রেস ক্লাবের উপদেষ্টা অমল গুপ্ত গতকাল অর্থাৎ শনিবার। উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর, দিসপুর প্রেস ক্লাবে নয়া ঠাহরের এবারের শারদীয়া পুজো সংখ্যাটি উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক তথা পদ্মশ্রী ড: জয়শ্রী গোস্বামী ও পদ্মশ্রী ড: ইলিয়াস আলী।
বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্তের সম্পাদনায় প্রকাশিত পুজো সংখ্যায় রয়েছে গল্প, কবিতা, প্রবন্ধ, বিপন্ন প্রকৃতি ও পরিবেশ তথা এনআরসি সমস্যা নিয়ে সমসাময়িক লেখা ইত্যাদি। সেইসঙ্গে, এবারের পুজো সংখ্যাটি পড়ে পাঠকরা খুব উপকৃত হবেন বলে আশা করছেন নয়া ঠাহর সম্পাদক অমল গুপ্ত এবং এই ওয়েব পোর্টালে কর্মরত সকল কর্মীগণ সহ সংবাদদাতারা। তাছাড়া, প্রখ্যাত আন্তর্জাতিক সাংবাদিক রত্নজ্যোতি দত্তও নয়া ঠাহরের সম্পাদক অমল গুপ্তকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নয়া ঠাহরের প্রত্যেক সদস্য তথা নয়া ঠাহর পরিবারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।










কোন মন্তব্য নেই