Header Ads

সৌদি আরবের হাজারের উপর সেনা আটক, দাবি হুতি বিদ্রোহীদের

ছবি- হুতি বিদ্রোহীদের।
নয়া ঠাহর প্রতিবেদন : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি, সৌদি আরবের কয়েক হাজার সেনাকে আটক ও তিনটি ব্রিগেড ধ্বংস করে দিয়েছে তারা। হুতি বিদ্রোহীদের মুখপাত্র কর্নেল ইয়াহিয়া সারিয়া বলেন, ইয়েমেনের সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান শহরে টানা ৭২ ঘন্টা হামলা চালিয়ে তারা কয়েক হাজার সৌদি সেনাকে বিপুল অস্ত্রশস্ত্র ও কয়েকশো সাঁজোয়া গাড়ি আটক করেছে। মৃত ও আহত হয়েছেন বহু সেনাকর্মী।
কর্ণেল ইয়াহিয়া তার দাবির সপক্ষে জানিয়েছেন, তাদের হাতে আটক সৌদি সেনাদের ছবি ও ভিডিও তারা তাদের নিজস্ব চ্যানেল আল-মাসিরাতে সম্প্রচার করবেন। তবে সৌদি আরব অবশ্য এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.