বিক্রমপুর সমবায়ে বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া : বিক্রমপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভার স্থগিত সভা রবিবার বিহাড়া বাজার এমভি স্কুলে আয়োজিত হয়। পৌরোহিত্য করেন সমিতির চেয়ারমেন হুরমত আলী। সমিতির বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির সম্পাদক সঞ্জয় কুমার বর্মণ।উপস্থিত শেয়ারহোল্ডাররা তা অনুমোদন করেন। সমিতির ২০১৮-১৯বর্ষের হিসাবপত্র সম্বন্ধে বিশেষ আলোচনাক্রমে সভায় অনুমোদিত হয়। সমিতির আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক বিপ্লব কর চৌধুরী ও নাইম উদ্দিন চৌধুরী ও সম্পাদক সঞ্জয় কুমার বর্মণ জানান ২০১৮-১৯ বর্ষে সমিতির মোট লাভ হয় দুই লক্ষ একুশ হাজার টাকা।
সভায় সমিতির ২০১৯-২০বর্ষের ঊর্ধতম ঋণ গ্রহণ ক্ষমতা নির্ধারণ করা হয় পঞ্চাশ লক্ষ টাকাও ঋণ প্রদানের ঊর্ধতম ক্ষমতা ধার্য করা হয় পাঁচ হাজার টাকা। সভা২০১৯-২০ বর্ষের সমিতির সম্ভাব্য বাজেট অনুমোদন করে। সমিতির ২০১৯-২০বর্ষের আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক হিসাবে বিগত বছরের দুই হিসাব পরীক্ষক বিপ্লব কর চৌধুরী ও নাইম উদ্দিন চৌধুরীকে পুনঃ নিযুক্তি দেওয়া হয় সভায়। ঐ দিন সভায় আলোচনায় যারা অংশ গ্রহণ করেন তারা হলেন সেলিম বড়ভূইয়া,অপু দাস,কুমুদ রায় ,বিপ্লব কর চৌধুরী,চেয়ারমেন হুরমত আলী,প্রাক্তন চেয়ারমেন দিলীপ দেব,আব্দুল কুদ্দুছ,নবেন্দু ভট্টাচার্য,সুশান্ত দাস গুপ্ত প্রমূখ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির চেয়ারমেন হুরমত আলী।









কোন মন্তব্য নেই